বাংলাদেশের চুড়ান্ত স্বপ্ন হচ্ছে 'Digital Bangladesh' গড়া। বর্তমানে এটি দেশের জাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। UDC বাস্তবায়নের মাধ্যমে এই স্বপ্ন বাস্তবে রুপ দেয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। UDC গুলোর মাধ্যমে স্থানীয় জনসাধারণ প্রায় সকল রকম সেবা পেয়ে থাকে। নিম্নে তার কয়েকটি উদাহরণ দেয়া হলো :
ই-পাসপোর্ট আবেদন ও ফি জমাদান।
ই-পর্চা আবেদন।
ই-নামজারী আবেদন ও ফি জমাদান।
ই-টিকেট ট্রেন, বিমান, বাস ইত্যাদি
ই-টিন সার্টিফিকেট
জাতীয় পরিচয় পত্র সংশোধন ও অনলাইন কপি প্রদান।
অনলাইনে পুলিশ ক্লিয়ারিং আবেদন ও ফি প্রদান।
অনলাইনে যে কোন পণ্য ক্রয়।
অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন ও ফি জমা দান।
সকল পাবলিক পরীক্ষার অনলাইন আবেদন।
. ইউনিয়নের বেকার যুবক/যুবতীদের কম্পিউটার প্রশিক্ষণ প্রদানৱ
সরকারি ফরম ডাউনলোড করে প্রিন্ট করে বিতরণ করা;
জন্ম ও মৃত্যু নিবন্ধন করে প্রিন্টেড সার্টিফিকেট প্রদান করা;
নাগরিক প্রশংসা পত্র প্রিন্ট করে প্রদান করা;
VGD / VGF তালিকা অনলাইনে প্রকাশ করা;
সরকারি circulars এবং বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রিন্ট করে বিতরণ করা;
কৃষি এবং স্বাস্থ্য পরামর্শ প্রদান করা;
জীবনবীমাসহ বিভিন্ন বীমা কোম্পানী সম্পর্কে তথ্য প্রদান করা;
ডিসি অফিস এর বিভিন্ন সেবা সম্পর্কে জনসাধারনকে অবহিত করা;
উন্নয়ন (VGD, VGF, TR, সংখ্যালঘু কল্যাণ, Kabikha, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন) এর তথ্য প্রদান করা;
রাজস্ব (পর্চা, খাস জমি বিতরণ, আশ্রায়ন, অ-কৃষি জমি ক্রয়, ভূমি অধিগ্রহণের টাকা, অধিযাচন, সার্টিফিকেট মামলা, টুপি ও বাজার, কায়েমী সম্পত্তি, বিনিময়
সম্পত্তি, স্ট্যাম্প বিক্রেতা লাইসেন্স, ভূমি জরিপ) এর তথ্য প্রদান করা;
লাইসেন্স (C.I শীট, সিমেন্ট, বিষ, খাদ্য শস্য) এর তথ্য প্রদান করা;
অভিযোগ ও প্রতিকার(পেনশন, জমি, পরিবার বিষয়াবলি, আইন ও আদেশ) এর বিষয়ে অবহিত করা;
ত্রাণ ও পুনর্বাসন (দান, অনুদান, GR) এর তথ্য প্রদান করা;
সার্টিফিকেশন (বিবাহ, এনজিও) এর তথ্য প্রদান করা;
বিবিধ (বিভিন্ন কমিটি অনুমোদন, বিভিন্ন আসবাব, dramatical কর্মক্ষমতা, প্রবাসী কল্যাণ, পরীক্ষার বিষয়) তথ্য প্রদান করা।
ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং সেবা সমূহ
- ফ্রি একাউন্ট খোলা
- ডিপিএস/টিডিএস/এফডিআর
- বৈদেশিক পাঠানো টাকা উত্তোলন
- অনলাইন যে কোন ব্যাংকের একাউন্ট এ টাকা পাঠানো
- বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার টাকা প্রদান
- মাতৃত্বকালীন ভাতার টাকা প্রদান।
- বৃত্তি/উপবৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের টাকা প্রদান
- বিদ্যুৎ বিল প্রদান
ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রগুলোকে UDC স্থানীয় জ্ঞান কেন্দ্র বলা যেতে পারে। স্থানীয় মানুষদের বিভিন্ন তথ্য ও সেবা দিয়ে UDC গুলো তাদের সময়, শক্তি এবং অর্থ অপচয় রোধ করে। তাই UDC গুলোকে টেকসই ও স্থায়ী করতে নাগরিকদের সার্বিক সহযোগিতা করা প্রয়োজন।